ব‌বির আবাসিক হ‌লের ক‌ক্ষে আটকে ছাত্র নির্যাতন - The Barisal

ব‌বির আবাসিক হ‌লের ক‌ক্ষে আটকে ছাত্র নির্যাতন

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২০, ১৯:০৪
  • 949 বার পঠিত
ব‌বির আবাসিক হ‌লের ক‌ক্ষে আটকে ছাত্র নির্যাতন
সংবাদটি শেয়ার করুন....

ব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য়ে ‌শে‌রে বাংলা হ‌লের এক শিক্ষার্থী‌কে এক‌টি ক‌ক্ষে আট‌কে রে‌খে নির্যাত‌নের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। এ ঘটনায় বুধবার সভা ক‌রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন প্র‌ভোস্ট।

মঙ্গলবার রাত ১০টার দি‌কে শে‌রে বাংলা হ‌লে ঘ‌টে এ ঘটনা। নির্যা‌তিত শিক্ষার্থীর নাম মোহাম্মদ শাহজালাল। সে ফিণ্যান্স ও ব্যাং‌কিং বিভা‌গের মাস্টা‌র্সের শিক্ষার্থী।

শাহ জালাল জানায়, ৪০১৬ নম্বর ক‌ক্ষে অবস্থান কর‌ছি‌লো সে। এসময় জিওল‌জি এন্ড মাই‌নিং বিভা‌গের শিক্ষার্থী শান্ত শাহজালা‌লের রু‌মে গি‌য়ে জরুরী কথা আছে ব‌লে ১০০১ নম্বর রু‌মে নি‌য়ে যায়। সেখা‌নে রু‌মের ম‌ধ্যে ঢোকার পর দরজা বন্ধ ক‌রে দেয়। এরপর তার মুখ বে‌ধে মারধর ও নির্যাতন করা হয় ব‌লে অ‌ভি‌যোগ ক‌রে শাহজালাল। ওই রু‌মে তখন চারজন প‌রি‌চিত সহ কমপ‌ক্ষে ৮জন অপ‌রি‌চিত একই ব‌র্ষের লোক ছি‌লো। এ‌দের হা‌তে ছি‌লো রড ও দেশীয় অস্ত্রসস্ত্র। এরা শাহজালা‌লের সাম‌নেই তা‌কে কোথায় নি‌য়ে মারধর কর‌বে সে বিষ‌য়ে আলাপ কর‌ছি‌লো। সবার চোখ ফা‌কি দি‌য়ে দরজার সিটকা‌নি দ্রুত খু‌লে দৌ‌ড়ে পালি‌য়ে ৪০১৪নম্বর রু‌মে আশ্রয় নেয়। সেখা‌নে গি‌য়ে ধাওয়া ক‌রে আন‌তে চায় অ‌ভিযুক্তরা। কিন্তু ওই রু‌মে থাকা শিক্ষার্থীরা প্র‌তি‌রোধ গ‌ড়ে তুল‌লে অ‌ভিযুক্তরা ব্যর্থ হয়।

শাহজালাল জানায়,‌ বি‌কে‌লে বঙ্গবন্ধু হ‌লের বাংলা বিভা‌গের না‌ভিদ ও অর্থনী‌তি বিভা‌গের মোহাম্মদ সাই‌দের ম‌ধ্যে কক্ষ প‌রিবর্তন করা নি‌য়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘ‌টে। এর জের ধ‌রে প্র‌তিপ‌ক্ষের হামলায় সাইদ গ্রু‌পের চারজন আহত হ‌য়ে শেবা‌চিম হাসপাতা‌লে ভ‌র্তি হয়। এরই জের ধ‌রে সাই‌দের প‌ক্ষের লোকজন শাহজালা‌লের উপর নির্যাতন চালায়। এ ঘটনার বিচার দাবী ক‌রে‌ছে শাহজালা‌লের সহপা‌ঠিরা।

অপর‌দি‌কে প্রভোস্ট ইব্রা‌হিম মোল্লা বলেন, বিষয়‌টি উর্ধ্বতন কতৃপক্ষ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। বুধবার দি‌নের বেলা এ বিষ‌য়ে আলোচনা ক‌রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট