বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী – বগা – ঢাকা নদী পথে যাত্রী সেবা সমৃদ্ধির লক্ষ্যে সুন্দরবন নেভিগেশন গ্রুপের অত্যাধুনিক, শীতাতপ নিয়ন্ত্রীত তৈরী এম ভি সুন্দরবন-১৪ উদ্বোধন উপলক্ষে দোয়া
মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহষ্পতিবার বেলা ১১ টায় পটুয়াখালী নদীবন্দরে অবস্থিত এমভি সুন্দরবন -১৪ লঞ্চে দোয়া মোনাজাত পরিচালনা করেন মদিনা জামে
মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু ইউসুফ। প্রধান অতিথি হিসাবে এমভি সুন্দরবন -১৪ লঞ্চ উদ্বোধন করেন পটুয়াখালী- ১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি। আরও বক্ত রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া,
পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা আওয়াীলীগের সভাপতি কাজী আলমগীর, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট
মোঃ সুলতান আহমেদ মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার
প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুন্দরবন নেভিগেশন গ্রুপের পরিচালক উপজেলা চেয়ারম্যান সাঈদুর রহমান রিন্টু। প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা যাত্রীদের সেবার ব্রত নিয়ে লঞ্চ চালানোর জন্য মালিকসহ স্টাফদের প্রতি আহবান জানান।