বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সড়কে ঝরে গেল ২২ প্রাণ। দেশের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।এর মধ্যে হবিগঞ্জে ৯জন,ব্রাহ্মণবাড়িয়ার ৬ জন,সাভারে ২ ফেনি ও ময়মনসিংহে ২ জন করে এবং কুমিল্লায় একজন নিহত হয়েছে।
হবিগঞ্জের নবীগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক নারীসহ ৯ জন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গোপলার বাজার কান্দিগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কেএ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।
শুক্রবার ভোররাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুরের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
ঢাকার সাভারে গতকাল বাস ও ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা ও আবদুল্লাপুর-বাইপাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফেনীর সোনাগাজীতে রাতের অন্ধকারে ভুল করে মোটরসাইকেল নিয়ে নির্মাণাধীন ব্রিজে উঠে খাদে পড়ে গিয়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় একটি পিকআপের চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হন।
কুমিল্লার দাউদকান্দিতে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।