বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনই মানুষকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছিল - কাজী কানিজ সুলতানা এমপি - The Barisal

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনই মানুষকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছিল — কাজী কানিজ সুলতানা এমপি

  • আপডেট টাইম : মার্চ ০৭ ২০২০, ১৯:৫২
  • 995 বার পঠিত
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনই মানুষকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছিল             — কাজী কানিজ সুলতানা এমপি

All-focus

সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সাংসদ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন বলেছেন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনই সাড়ে সাত কোটি বাঙ্গালীকে ঐক্যবদ্ধ ও মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরতে উজ্জীবিত করেছিল এবং নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকহানাদার বাহিনীকে পরাস্থ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারাই স্বাধীনতার সাড়ে তিন মাসের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। ৭৫ এর পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না। আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ।
তিনি গতকাল ৭ মার্চ সকাল ১১টায় জেলা শিশু একাডেমীতে জেলা প্রশাসক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ’ ভাষনের তাৎপর্য এবং দেশের উন্নয়ন অগ্রগতি শীর্ষক আলোচনাসভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন ও ভাষনের গুরুত্ব বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার আহবান জানান।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মন্নান, যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌরসভার মেয়র জেলা কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ। অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ উপস্থাপনায় অনুষ্ঠানে চিত্রাংকন ও কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। #

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট