বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ প্রকাশ্য দিবালোকে জেলার আগৈলঝাড়া থানার কনস্টবল ইমরান হোসেনের
ভাড়াটিয়া বাসায় মুখোশপরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় সোমবার সকালে রিয়াজ ফকির (২৫) নামের একজন গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান জানান, ব্যাপক তদন্তের পর সোমবার সকালে অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির সক্রিয় সদস্য রিয়াজ ফকিরকে (২৫) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রিয়াজ ফুল-শ্রী গ্রামের সিদ্দিক ফকিরের পুত্র। ওইদিন দুপুরেই গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সূত্রমতে, পুলিশ কনস্টবল ইমরান হোসেনের ফুল-শ্রী এলাকার ভাড়াটিয়া বাসায় গত ৫ মার্চ বিকেলে মুখোশপরা দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ইমরানের ভাইয়ের বাকপ্রতিবন্ধি স্ত্রী ও সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।