বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মো. সুজন মোল্লা,বানারীপাড়া।। বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের পূর্ব মলুহার জসিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও মাতৃছায়া শিশু নিকেতন’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রবিবার সন্ধ্যায় বিদ্যালয়ের সবুজ আঙ্গিনায়
সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.শাহে আলম।
এ সময় তিনি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের
পরিচালনা পরিষদ, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা সম্পদ অর্জনের দিকে বেশি খেয়াল না রেখে সকল শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে তাদেরকে ভবিষ্যতের সম্পদ হিসেবে গড়ে তুলি। তবেই আমাদের সোনার বাংলাকে একদিন বিশ্বের মধ্যে মডেল হিসেবে বিবেচনা করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, ভাইস
চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. নুরুল হুদা, পুলিশ পরিদর্শক (ওসি) শিশির কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউনিয়ন চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আমিনুল হক সোহেল প্রমূখ।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান ফিরোজ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব মলুহার জসিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইয়াকুব আলী, সহকারী শিক্ষক মো. মজিবুর রহমান, মাতৃছায়া শিশু নিকেতনের অধ্যক্ষ
মোসা.রোমেনা আফরোজ, বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ইলিয়াস শেখ, যুগ্ম-সম্পাদক মোঘল সুমন শাফকাত,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমূখ। এছাড়াও উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।