বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ বরিশালেও ছরিয়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। আর এই করোনাকে পুজি
কাজে লাগিয়ে নগরীর কিছু অসাধু ব্যাবসায়ী অধিক মুনফা লাভের আশায় নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে বেসি দামে বিক্রি করেছেন মাস্ক। অতিরিক্ত মুল্য হাতিয়ে নেয়ার অভিযোগের ভিত্তিতে আজ (১০ মার্চ) মঙ্গলবার বেলা ১২
টায় নগরীর ফলপট্টি ও মহাসিন মার্কেট, জেলা পরিষদ মার্কেট সহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করনা হয়।
এসময় মোবাইল কোর্ট নগরীর ফলপট্রি সড়কের ২টি দোকানে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই মোবাইল কোর্ট নগরীর হাজী মহসিন মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা সহ চকবাজার নোডস্থ জেলা পরিষদ মার্কেটের একটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় কোনভাবেই জনগণকে জিম্মী করে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করা থেকে বিরত থাকার আহবান জানান।
এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন জনস্বার্থে করোনা ভাইরাজকে পুজি করে কেহ ব্যবসায় মেতে উঠলে তাদের বিরুদ্বে অভিযান অব্যাহতভাবে চলবে।