বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক ও অন্য ৩১ জনের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর অধীনে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার দাবি করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটির দক্ষিণ এশিয়া বিষয়ক ক্যাম্পেইনার সাদ হাম্মাদি এক বিবৃতিতে বলেছেন, মানবজমিন সম্পাদক ও অন্য ৩১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় পরবর্তী আর কোনো ব্যবস্থা নেয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেছেন, পুলিশ সহ রাষ্ট্রীয় এজেন্সিগুলো এবং প্রভাবশালী মহল জনগণের বিরুদ্ধে কিভাবে খেয়ালখুশি মতো এই আইনটি প্রয়োগ করছে, তার একটি নজির এটি। ডিজিটাল নিরাপত্তা আইনের ভিতরে অস্পষ্ট এবং অত্যধিক বিস্তৃত যে বিধানগুলো আছে এবং যে কঠোর শাস্তির বিধান আছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এসব মত প্রকাশের স্বাধীনতার বৈধ অধিকারকে সীমাবদ্ধ করে। তিনি আরো বলেছেন, বাংলাদেশকে অবশ্যই মানহানির বিষয়টিকে অপরাধের আওতামুক্ত করতে হবে এবং আইনের পর্যালোচনা করতে হবে, যাতে তা ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস সহ মানবাধিকারের আন্তজর্জাতিক আইন অনুসরণ করে চলে। ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস-এ স্বাক্ষরকারী দেশ বাংলাদেশও।
ওই বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশের জাতীয় সংসদ এই আইনটি পাস করে।