বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। দীর্ঘ বছর পর হলেও পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজন করা হয়। মঙ্গলবার শেষ বিকেলে পর্যটন মোটেল হলিডে হোমস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর
রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পর্যটন পুলিশের এসপি (বরিশাল জোন) মো.রেজাউল করিম, পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মো.হেমায়ত উদ্দিন, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল
বারেক মোল্লা। সভায় সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পর্যটন ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
কুয়াকাটা সৈকতকে সুরক্ষার স্বার্থে ২০১৭ সালে ‘কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটি’ গঠন করা হয়। সরকারি-বেসরকারি পর্যায়ের ১৯ জন ব্যক্তিকে নিয়ে এ কমিটি গঠিত। তিন বছর পর এ কমিটির সভা অনুষ্ঠিত হলো।