বরিশালে ডিবি’র হাতে কলেজ ছাত্রী সহ ফাঁদ চক্রের ১০ সদস্য আটক - The Barisal

বরিশালে ডিবি’র হাতে কলেজ ছাত্রী সহ ফাঁদ চক্রের ১০ সদস্য আটক

  • আপডেট টাইম : মার্চ ১১ ২০২০, ১৬:৪৭
  • 886 বার পঠিত
বরিশালে ডিবি’র হাতে কলেজ ছাত্রী সহ ফাঁদ চক্রের ১০ সদস্য আটক
সংবাদটি শেয়ার করুন....

শামীম আহমেদ ॥ বরিশাল নগরীতে প্রেমের প্রতরনার ফাঁদে ফেলে প্রেমিককে বাসায় ডেকে নিয়ে ধর্ষনের ভয় দেখিয়ে সহযোগী ভূয়া ডিবি পুলিশ সাজিয়ে প্রেমিককে অটকে রেখে নগদ ১৯
হাজার ৫শত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের ভিত্তিতে বরিশাল নগর গোয়েন্দা মেট্রোডিবি পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৫ জন প্রতারক প্রেমিকা সহ ৫ জন সহযোগী ও ডিবি পুলিশ পরিচয়দানকারীকে আটক করেছে।

অটককৃর্ত প্রতারক প্রেমিকা ও প্রতারক চক্রের ভূয়া ডিবি পুলিশ সদসরা হচ্ছেন (১) মোঃ জাকির হোসেন (৩৮)পিতা মোঃ মতিন মুন্সি, মাতা জাহানারা বেগম, সাং গোসাইর হাট, নতুন বাজার, থানা গোসাইর হাট, জেলা শরিয়তপুর। নগরীর চ্যাটার্জি
লেন লাবু মিয়ার বাসার ভাড়াটিয়। (২),মোঃ মামুন বয়াতী (৩৪), পিতা মৃত সালাম বয়াতী, মাতা হাসিনা বেগম, সাং নগরীর কাশিপুর বাজার শিববাড়ীর মোড়, থানা এয়ারপোর্ট বরিশাল। (৩), মোঃ সেলিম হাওলাদার, (৪৫), পিতা মোঃ ইসাহাক হাওলাদার, মাতা মোসাঃ আনোয়ারা বেগম, সাং কাউনিয়া প্রধান সড়ক, ১ম গলি থানা কাউনিয়া। (৪) মোঃ মকবুল হোসেন,(৩৫), পিতা মোঃ আনসার আলী হাওলাদার, মাতা- মোসাঃ রাসিদা বেগম, সাং ভবানীপুর থানা এয়ারপোর্ট (বিএমপি), কাউনিয়া মহাশ্বশ্নান সৈয়দ মঞ্জিলের ভাড়াটিয়া। (৫), মোঃ আরিফুর রহমান তালুকদার,(৩০), পিতা- মৃত আঃ রহমান তালুকদার, মাতা মোসাঃ হালিমা বেগম, সাং চহটা এয়ারপোর্ট থানা (বিএমপি)। (৬) মোসাঃ লিজা বেগম(২৫), স্বামী মকবুল হোসেন, সাং ভবানীপুর,থানা এয়ারপোর্ট (বিএমপি) নগরীর কাউনিয়া সৈয়দ মঞ্জিলের ভাড়াটিয়া। (৭) মঞ্জুয়ারা মনি (৩০), স্বামী- মোঃ জাকির হোসেন, গোসাইরহাট, শরিয়তপুর, বরিশাল নগরীর চ্যাটার্জি লেন, কোতয়ালী মডেল থানা। (৮) মোসাঃ ফারজানা আক্তার ঝুমুর(২৫), বরিশাল সরকারী বিএম কলেজের ম্যানেজমেন্ট
অনার্স ফাইনাল ইয়ার শিক্ষার্থী, পিতা-মোঃ জাহাঙ্গীর মোল-া,মাতা-অশ্র“ খানম, কাঠালিয়া থানার আওরবিুনিয়া গ্রাম। (৯) মোসাঃ খুশি বেগম (৪০), স্বামী আবুল কালাম আজাদ, সাং হাদিা বেগম
ফকিরবাড়ি, চৌধূরী ভিলা, থানা কােতয়ালী মডেল থানা, বিএমপি)। (১০)মোসাঃ আশা আক্তার (২০), স্বামী মোঃ শামীম সরদার, শহরতলী চরকাউয়া, থানা বন্দর (বিএমপি)।

বুধবার বেলা সাড়ে ১২টায় নগরীর আমতলা রোডস্থ পুলিশ কমিশনার কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জুলফিকার হায়দার। এসময় আরো উপস্থিত ছিলেন গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মুহম্মদ জাহাঙ্গড়ীর মল্লিক  সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা গণ।

সংবাদ সম্মেলনে বলেন নগরীর মুন্সির গ্যারেজ এলাকার বাসিন্দা সোহেল আল মাসুদের অভিযোগের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনারের নির্দেশে পুলিশ পরিদর্শক মোঃ সগির হোসেনের  নেতৃত্বে এস.আই মহিউদ্দিন (পিপিএম) সহ একদল গোয়েন্দা পুলিশ নগরীর কোতয়ালী ও কাউনিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে এসকল প্রতারক চক্রের গ্র“পের সদস্যদের আটক করা হয়।

জানা গেছে অভিযোগকারী সোহেল আল মামমুনকে প্রেমের ছলনায় বিএম কলেজ শিক্ষার্থী ফারজানা আক্তার ঝুমুর মোবাইলে কথা আছে বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষনের ভয় দেখিয়ে জিম্মী করে। এসময় এদের বাকি সদস্যরা ঘড়ে প্রবেশ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে নির্যাতন করে প্রথমে নগদ সাড়ে ৯ হাজার টাকা পরবর্তীতে আরো
বিকাশের মাধ্যমে ১০ হাজার এনে মোট ১৯ হাজার ৫ শত টাকা হাতিয়ে নিয়ে মাসুদকে ছেড়ে দেয়।
আরো জানা গেছে ঝুমুর নগরীর ড্রীম হাউজ নামের ব্যাক্তি মালিকানা একটি মেসে বসবাস করেন। মঙ্গলবার মোবাইলে মাসুদকে ডেকে এনে সরকারী বরিশাল কলেজের সামনে দেখা করতে বলে পরবর্তীতে অন্তরঙ্গ সময় কাটাবার জন্য এক আত্বীয়ের চ্যাটার্জি লেনের লাবু মিয়ার ভাড়াটিয়ার বাসায় নিয়ে যাবার পর জোড় পূর্বক বিবস্ত্র করেন।
এর পরপরই প্রতারক ডিবি পুলিশের পরিচয় দিয়ে অপর চক্রের সদস্য ভিতরে প্রবেশ করে ঠিকাদার সোহেলকে নির্যাতন করে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়।

এব্যাপারে ঠিকাদার সোহেল আল মাসুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেন নগর ডিবি ওসি মাহাবুব ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট