বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যবসায়ী সংগঠন দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সচেতনতা লিফলেট বিতরন কার্যক্রম শুরু করেছেন পরিচালকবৃন্দ।
বুধবার বিকালে লঞ্চঘাট হতে নিউমার্কেট পর্যন্ত এক কিলোমিটার বেশী সড়কের দুই পাশের সকল দোকানীদেরসহ পথচারীদের হাতে লিফলেট তুলে দেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদল, পরিচালক সাইদুর রহমান লেলিন, পরিচালক কাউন্সিলর মোঃ ফারুক
মৃধাসহ অন্যান্য পরিচালকবৃন্দ। এ কার্যক্রম চলবে বলে দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি পৌরসভার মেয়র মহিউদ্দিন জানান।
এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের কাছে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলট বিতরন কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক মোঃ মতিঊল ইসলাম চৌধুরী।