বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের গৌরনদী উপজেলায় অগ্নিকান্ডে কমপক্ষে ৬ টি ব্যবসায়িক প্রতিষ্ঠান (দোকান) ভস্মিভুত হয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডের উত্তর পাশে বুধবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
যে ঘটনায় ৬ টি দোকান ও একটি সমবায় সমিতির কার্যালয় ভস্মিভূত হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গৌরনদী ফায়ার স্টেশনের সাব স্টেশন অফিসার আব্দুস সালাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
তিনি জানান, অগ্নিকান্ডে ৫-৬ টি দোকানঘর পুড়ে গেছে। পাশাপাশি বেশ কয়েকটি দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।বে প্রাথমিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে কিছু জানা যায়নি।