বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে র্যাবের একটি দল এজাহারনামনীয় পলাতক দুইজন আসামীকে গ্রেফতার করেছে।
গতকাল ১২ মার্চ জেলার গলাচিপা থানাধীন হরিদেবপুর ফেরিঘাট সংলগ্ন খেলার মাঠ এলাকা থেকে মাদক মামলার পলাতক আসামী দীপঙ্কর রায়(৩৫) কে আটক করা হয়।
উল্লেখ্য গত ৭ মার্চ গলাচিপা থানাধীন উলানিয়া বাজারে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ৪০পিস ইয়াবাসহ ০২ জন আসামীকে হাতেনাতে আটক করলেও অভিযুক্ত উক্ত আসামী দীপঙ্কর রায় কৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধে গলাচিপা থানায় একটি মামলা দায়ের হয়। আটককৃত মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামী দীপঙ্করকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।
এছাড়াও সকাল ১০টার দিকে র্যাবের অপর একটি দল সদর উপজেলার বিমানবন্দর এলাকা থেকে জিআর ৪১৪/১৭ এর ওয়ারেন্টভুক্ত আসামী আবু জাফর সিকদার(৪৫) কে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীকে পটুয়াখালী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব -৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান।