বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ॥ সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে দুইজনকে এবং অটোরিক্সা চালক স্বপনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হেেয়ছ।
বৃহষ্পতিবার (১৩ মার্চ) দুপুর দুইটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-ভোলা সড়কে ঘটে এই ঘটনা। আহত শিক্ষার্থীরা হলেন, লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ইউসুফ সিকদার ও জিএম ফাহাদ এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৩য় বর্ষের মোঃ নাওয়ার হক। এদের মধ্যে ইউসুফ ও ফাহাদকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাওয়ার জানান, বিশ্ববিদ্যালয় থেকে একটি অটোরিক্সায় চরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্নকাঠির দিকে যাচ্ছিলো। এসময় পিছন থেকে আসা একটি মিনি ট্রাক ধাক্কা দিলে চালকসহ তারা তিনজন আহত হয়। নাওয়ার
জানান, তার অবস্থা ভালো তবে বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।