বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মো. সুজন মোল্লা,বানারীপাড়া প্রতিনিধি।। বরিশালের বানারীপাড়া উপজেলার প্রাণি সম্পদ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা ইউনুস মিয়া (৫৫)
পৌরসভার ৪নং ওয়ার্ড’র নিজ বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় ইন্তেকাল করেন (ইন্না.রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা স্থানীয় রব মৃধার মাঠে তার জানাজা সম্পন্ন হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার শত শত মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি
মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল ইসলাম মনি, উপজেলা চেয়ারম্যান
আলহাজ্ব গোলাম ফারুক, ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি
গোলাম সালেহ মঞ্জু মোল-া, সহ-সভাপতি মজিবুর রহমান,যুগ্ম সম্পাদক এ টি এম মোস্তফা সরদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ওয়াহেদুজ্জামান দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক
সমিতির সম্পাদক ও বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল আলম, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল, প্রভাষক মামুন
আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল-া, যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত,ফয়েজ আহমেদ
শাওন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও
পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জানাজা শেষে মরহুমের লাশ পৌর শহরের ৪ নং ওয়ার্ডের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।