বিষপানে প্রেমিক জুটির আত্মহত্যার চেষ্টা, ৪ দিন পর প্রেমিকার মৃত্যু! - The Barisal

বিষপানে প্রেমিক জুটির আত্মহত্যার চেষ্টা, ৪ দিন পর প্রেমিকার মৃত্যু!

  • আপডেট টাইম : মার্চ ১৩ ২০২০, ২০:৪৭
  • 761 বার পঠিত
বিষপানে প্রেমিক জুটির আত্মহত্যার চেষ্টা, ৪ দিন পর প্রেমিকার মৃত্যু!
সংবাদটি শেয়ার করুন....

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পারিবারিকভাবে বিয়ের স্বীকৃতি না পেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করা প্রেমিকযুগলের মধ্যে প্রেমিকা ৪ দিন পর মারা গেছে। ঘটনার ৪দিন পর বৃহস্পতিবার গভীর রাতে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকা পূঁজা বৈরাগী (১৪) মারা যায়।

পূঁজা ওই উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের হীরা লাল বৈরাগীর মেয়ে ও মোহনকাঠী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। তার প্রেমিক প্রকাশ বিশ্বাস (১৭) মেডিকেলে চিকিৎসাধীন। প্রকাশ উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে। বিষপানের ৪ দিন পর বৃহস্পতিবার রাতে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
মেডিকেলের মেডিসিন ইউনিট-৩ এ চিকিৎসাধীন প্রকাশ বিশ্বাস বলেন, পূঁজার সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। পূঁজা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলো। কিন্তু পূঁজা ও আমার পরিবার দুজনের বয়সের কারণে বিয়েতে রাজি হয়নি। কিন্তু পূঁজা বিয়ের জন্য পীড়াপীড়ি করতে থাকে। সবশেষ ৯ মার্চ পূঁজা স্কুল থেকে উপবৃত্তির টাকা উত্তোলন করে। এরপর বিয়ে করতে বলে। কিন্তু পূঁজার বয়স কম হাওয়ায় আমি বিয়েতে রাজি হই নি। পরে পূঁজা উপবৃত্তির টাকা দিয়ে বিষ কেনে। পরে আমরা উজিরপুর উপজেলার ভাউধর গ্রামে আমার মামা নিহার বাড়ৈর বাড়ি গিয়ে বিষপান করি। স্বজনরা উদ্ধার করে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শের-ই বাংলা মেডিকেলের দায়িত্বরত কোতয়ালী থানার এসআই নাজমুল হুদা বলেন, বৃহস্পতিবার গভীর রাতে পূঁজা মারা যায়। শুক্রবার মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট