মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল - The Barisal

মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে

মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল

  • আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৮:১৩
  • 758 বার পঠিত
মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল
সংবাদটি শেয়ার করুন....

খবর বিজ্ঞপ্তি \ যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়াকে নিয়ে একটি সংবাদ প্রকাশের কারণে দৈনিক ‘মানবজমিন’ পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ‘নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল’ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এবং মামলাটি দ্রæত প্রত্যাহারের দাবি জানিয়েছেন আলোচিত এই সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার এক বিজ্ঞপ্তিতে ‘নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল’র সভাপতি হাসিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক খন্দকার রাকিব এই দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে- মাগুরা-১ আসনের সরকারদলীয় সাংসদ সাইফুজ্জামান শিখর এই মামলা দায়ের করেছেন। মানহানির অভিযোগ তুলেছেন তিনি। কিš‘ ওই সংবাদে সাইফুজ্জামান শিখরের নাম উল্লেখ করা হয়নি ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার সঙ্গে কোনো যোগসূত্রের বিষয় সেখানে উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে ‘নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল’ বলেছে, ওই সংবাদে কোনো অংশেই নাম বা সংশ্লিষ্ট কোনো যোগসূত্রের কথা উল্লেখ না থাকার পরও কেন সাংসদ সাইফুজ্জামান শিখর মামলা দায়ের করলেন, তা বোধগম্য নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো অজ্ঞাত ব্যবহারকারী যদি কিছু করে থাকেন, তবে তার দায় কোনোভাবেই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও তার প্রতিবেদকদের ওপর বর্তায় না।
‘নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল’ মনে করে- এই মামলা দায়ের করার মধ্য দিয়ে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ভীতি প্রদর্শন এবং হয়রানি করার অপচেষ্টা চলছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের এমন ব্যবহারের কারণেই ‘নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল’ আইনটির বাস্তবায়ন শুরুর আগ থেকেই এ আইনের বিরোধিতা করে আসছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট