বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গত ০৮-০৩-২০২০খ্রিঃ ২২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই/মোঃ হেলালুজ্জামান ও তার টিম কোতয়ালী মডেল থানাধীন ২২নং ওয়ার্ড জিয়া সড়কস্থ মদিনা মসজিদ সংলগ্ন মোঃ নূরুল ইসলাম (৫৫) এর লাউ, টমেটো ও বেগুন ক্ষেত হইতে ০২টি গাঁজার গাছ উদ্ধার করে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় জমির মালিক মোঃ নূরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে আনা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং এলাকায় গোপন অনুসন্ধানে উক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদকের সাথে জড়িত থাকার বিষয়ে কোন সুস্পষ্ট তথ্য প্রমান না পাওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মোঃ নূরুল ইসলামকে তার ছেলে মোঃ নূরুজ্জামান হিরার নিকট বুঝাইয়া দেওয়া হয়। উক্ত বিষয় বরিশাল ক্রাইম নিউজসহ কতিপয় অন-লাইন পত্রিকায় ডিবি পুলিশকে হেয় প্রতিপন্ন করে মনগড়া সংবাদ প্রকাশ করে। আমি বরিশাল মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র হিসেবে উক্ত বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশের বিষয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
(নরেশ চন্দ্র কর্মকার)
সহকারী পুলিশ কমিশনার
গোয়েন্দা শাখা
বিএমপি, বরিশাল।