বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পিরোজপুরের মঠবাড়িয়ায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজন বৃদ্ধা, অন্যরা শিশু। সোমবার উপজেলার বিভিন্ন স্থানে তারা কুকুরের আক্রমণের শিকার হলে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, মঠবাড়িয়া পৌর শহরে সম্প্রতি কুকুরের টিকা দেওয়া হয়েছে। কিন্তু শহরের বাইরে অনেক কুকুর ঘোরাঘুরি করছে, তাদের টিকা দেয়া হয়নি। বেওয়ারিশ এসব কুকুর নিয়ে আতংকে আছেন এলাকাবাসী। এরই মাঝে সোমবার উপজেলার বিভিন্ন স্থানে পথে কুকুরের কামড়ের শিকার হয়েছে ১০ জন। তাদের মধ্যে নয়জনই শিশু। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে উপজেলার বড়মাছুয়া গ্রামের সোহরাব হোসেন এর দুই শিশু ফাহিম (৭) ও সাব্বি (৩), রাজপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে রিদওয়ান (৭), পশুরিয়া গ্রামের সগীর হোসেনের ছেলে সুমন হোসেন (১০), দক্ষিণ মিঠাখালী গ্রামের খলিল হোসেনের ছেলে রাজু (৯), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে আব্দুল্লাহ(৫) সাপলেজা গ্রামের নেপাল চন্দ্র শীলের মেয়ে শ্যামা রানী (৮), দক্ষিণ সোনাখালী গ্রামের শরৎ হাওলাদারের মেয়ে বণিতা হাওলাদার (৯) ও সাপলেজা গ্রামের বিদ্যুৎ কুমার হালদারের ছেলে বাসুদেব হালদার (৫)। এছাড়া আহত হয়েছেন বাদুরতলী গ্রামের আব্দুল হামিদের স্ত্রী বৃদ্ধা রিজিয়া বেগম (৭৫),
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাকিবুর রহমান জানান, কুকুরের কামড়ে জখম ১০জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের শরীরে কুকুরের কামড়ে ভয়াবহ জখম হয়েছে।