ভোলা প্রতিনিধি ।। ভোলার মেঘনা নদীতে একটি যাত্রীবাহি লঞ্চ থেকে ৭০মণ অথাৎ ২ হাজার ৮০০ কেজি ইলিশ জব্দ করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। জব্দকৃত ইলিশের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
সোমবার বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. মেহেদী হাসান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে উলানিয়া থেকে বরিশালগামী যাত্রীবাহি আলাপসার লঞ্চটিকে মেঘনা নদীতে তল্লাশী চালিয়ে ৭০ মন অথাৎ ২ হাজার ৮০০ কেজি ইলিশ জব্দ করা হয়। এসময় জরিত কাউকে পাওয়া না যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, জব্দকৃত মাছ মৎস্য বিভাগের উপস্থিতিতে ভোলার বিভিন্ন এতিমখানা ও অসহায় দুস্থতের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও তাদের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ইলিশের আভয় শ্রম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলা ১৯০ কিলোমিটার নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ করে সরকার। এছাড়াও এসময় পরিবহন, মজুত, বাজারজাত করতে নিষেধ করা হয়।