বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মো. সুজন মোল্লা, বানারীপাড়া ॥ বানারীপাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ রাত সাড়ে ৮টায় প্রেসক্লাবে কেক কাটা হয়। প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, ওসি শিশির কুমার পাল, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, পৌর কাউন্সিলর আনিসুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, রাশিয়া প্রবাসী আইটি বিশেষজ্ঞ মনিরুজ্জামান আশরাফী, যুক্তরাষ্ট্র
প্রবাসী যুবলীগ নেতা লিটন মুন্সি, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির বিশ্বাস, সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন, প্রেসক্লাব সহ-সভাপতি কাওসার হোসেন, কে এম শফিকুল আলম জুয়েল,জাকির হোসেন, প্রভাষক মামুন আহমেদ ও ইলিয়াস শেখ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক সজল চৌধুরী, মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক
সম্পাদক শফিক শাহিন প্রমুখ।