বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত। জেলা প্রশাসন উদ্যোগে ১৭ মার্চ সূচনালগ্নে রাত-১২.০১ মিনিটে জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা ভিপি আঃ মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক
এ্যাডভোকেট গোলাম সরোয়ার ও পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদসহ সরকারী কর্মকর্তাগণ ডিসি মঞ্চ সংলগ্ন মুজিব শতবষের ক্ষণগণনার মঞ্চে উঠে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে আকাশে
আতশবাজি ছুড়েন। প্রত্যুষে ডিসি মঞ্চে তোপধ্বনি, সকাল ৭.৩০ মিনিটে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তাবক অর্পন করে বিন্ম্র শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
এ সময় জাতীয় সংসদ সদস্য এড. শাহজাহান মিয়া, সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা
প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা ভিপি আঃ মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার ও পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সরকারী দপ্তরের
কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক, সাংস্কৃতিক ও বিশিস্ট জনেরা বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন।
পরে ডিসি মঞ্চে সকাল ৮টায় জেলা প্রশাসন আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত শেষে সেখানে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। এছাড়া আওয়ামীলীগ পৃথকভাবে ১৭ মার্চ সকাল ৭ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭.১৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, ৭.৩০ মিনিটে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলী, দিনভর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন সম্প্রচার, সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিনে দোয়া অনুষ্ঠান, রাত ৮ টায় পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে
আতশবাজির আয়োজনের মধ্যে দিয়ে মুজিব জন্ম শতবার্ষিকী পালন করে।