বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া প্রতিনিধি।। করোনা ভাইরাস সর্ম্পকিত সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতারণ করেছে
পটুয়াখালী ০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিববুর রহমান মহিব এমপি । বুধবার দুপুরে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে তিনি এ লিফলেট বিতারণ করে। এসময় তার সহধর্মীনি অধ্যাক্ষ ফাতেমা আক্তার রেখা সাথে ছিলেন। এছাড়া উপজেলা উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আবদুল মোতালেব
তালুকদার, উপজেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি ড.শহীদুল ইসলাম বিশ্বাস, সৈয়দ
নাসীরসহ উপজেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এমপি মুহিব বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। জ্বর, বমি, হাঁচি কাসি, ডায়রিয়া. মাথা ব্যাথা ও পেট ব্যাথা হলে সরাসরি ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য জনগনকে অনুরোধ করেছেন।