‌দিনভর মোবাইল কো‌র্টের অ‌ভিযান, ৬ জ‌নের কারাদন্ড, দেড় লাখ টাকা জ‌রিমানা আদায় - The Barisal

‌দিনভর মোবাইল কো‌র্টের অ‌ভিযান, ৬ জ‌নের কারাদন্ড, দেড় লাখ টাকা জ‌রিমানা আদায়

  • আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ০০:২৮
  • 875 বার পঠিত
‌দিনভর মোবাইল কো‌র্টের অ‌ভিযান, ৬ জ‌নের কারাদন্ড, দেড় লাখ টাকা জ‌রিমানা আদায়
সংবাদটি শেয়ার করুন....

বরিশালের বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৬জনকে কারাদন্ড এবং দেড়লক্ষ টাকা জরিমানা আদায়।

বরিশাল নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ১ লক্ষ ৫২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আজ ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ এ সিয়াম ফাস্ট ফুড এন্ড ট্রেডার্স এ নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মাস্ক বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক দোকানের মালিককে ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। মোবাইল কোর্ট পরিচালনা কালে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নগর বিশেষ শাখা পুলিশ। এদিকে দুপুর ২টার দিকে বরিশাল নগরীর বান্দ রোডস্থ মহসিন মার্কেটে এলাকার হোটেল ঝিনুক নামক অনুমোদনবিহীন অাবাসিক হোটেলে নগর বিশেষ শাখা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। অভিযানে অনুমোদনবিহীন আবাসিক হোটেলটি থেকে আটককৃত দুইজন পুরুষ এবং চারজন নারীর বিরুদ্ধে অসামাজিক অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারা মোতাবেক একজনকে ১৫ দিন, একজনকে ১০ দিন এবং অন্য চারজনকে সাতদিন করে কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করার পাশাপাশি অনুমোদনবিহীন হোটেল ঝিনুক বন্ধ করার আদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এসময় আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন নগর বিশেষ শাখা পুলিশের একটি টিম। দেশের উদ্ভূত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে আজ গৌরনদী উপজেলার টরকী বন্দর বাজারে মোবাইল কোর্ট অভিজান পরিচালনা করেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন। এ সময় টরকী বন্দরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মূল্য তালিকার চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বাকেরগঞ্জ উপজেলায় বোয়া লিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩টি দোকানে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ উপজেলা তরিকুল ইসলাম। এ সময় বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উজিরপুর উপজেলার শিকারপুর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার উজিরপুর প্রণতি বিশ্বাস। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মূল্য তালিকার চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটে পেয়াজের মূল্য বেশি নেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪ জন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ পিযুষ চন্দ্র দে এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কাজিরহাট থানা পুলিশের একটি টিম। বানারীপাড়া উপজেলায় ১ জন জর্ডান প্রবাসী ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে না থাকা এবং সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করে উক্ত প্রবাস ফেরত ব্যক্তি কে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বানারীপাড়া অনুপ দাস। এদিকে করোনা ভাইরাসকে পুঁজি করে যাতে কেউ নিত্য পণ্যের বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য বন্দর বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এসময় পিঁয়াজের দাম ৩৮ টাকার স্থলে ৬০ টাকা বিক্রয় করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বন্দর বাজারে মোবাইল কোর্টে অভিযান চালিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট