বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ১ হাজার ৬০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ২৯৬ জন কোয়ারেন্টিনে আনা হয়েছে।
যা আগের ২৪ ঘণ্টার দ্বিগুণেরও বেশী।
আগের ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে ৩৭২ জনকে আনা হয়েছিল।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
ডা. বাসুদেব কুমার দাস জানান, কোয়ারেন্টিনে থাকা ১০৬০ জনের অধিকাংশই প্রবাসী।
তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য পরিচালক বলেন, কোয়ারেন্টিনে থাকা লোকজনদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী।
পাশাপাশি এদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজে জেলা-উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহায়তা করছে।
আমরা ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে আমাদের সার্সিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
আর সেবিকাসহ চিকিৎকদের নিরাপত্তায় পারসোনাল প্রটেকশন সরঞ্জাম এরইমধ্যে উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ফলে সংশিøষ্টদের শঙ্কার কোনো কারণ নেই।