বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ পাঁচ বিক্রেতাকে গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম জানান, শনিবার দিবাগত মধ্যরাতে নগরীর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ হাবিব নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে ব্যাপ্টিশ মিশন রোড থেকে ৩৯৬ পিস ইয়াবাসহ সিফাতুল্লাহ রুমিসহ তিনজন এবং রূপাতলী মুক্তিযোদ্ধা সড়ক থেকে শিউলি নামের এক নারী বিক্রেতাকে ১৫’শ ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।