বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মো. সুজন মোল্লা,বানারীপাড়া।। বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে মহান আল্লাহ’র রহমতের আশা নিয়ে
বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের বেগম ফজিলাতুন্নেছা নূরাণী হাফেজি মাদরাসা ও এতিম খানায় এবং প্রেসক্লাবে কোরআন খতম অনুষ্ঠিত হচ্ছে। বেগম ফজিলাতুন্নেছা নূরাণী হাফেজি মাদরাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা এবং এমএ লতিফ বহুমূখি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান জানান,করোনা ভাইরাস থেকে মুক্তি ও মহান আল্লাহর রহমত পেতেই সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব পবিত্র আল-কোরআন খতমের ব্যবস্থা করা হয়েছে। যা প্রত্যেক মুসলিম পরিবারে প্রচলিত করা উচিত বলেও তিনি মনে করেন। এদিকে বানারীপাড়ার মুজিব সড়কের ঐতিহাসিক বেলতলায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়েও কোরআন খতম অনুষ্ঠিত হচ্ছে। বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন জানান, ঘরে ঘরে কোরআন তেলওয়াত,নামাজ কায়েম ও করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায় সমূহ মেনে চললেই এই কঠিন সময় আমরা সফল ভাবে অতিক্রম করতে পারবো।