বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
করোনা আতঙ্কে ২৪ মার্চ থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল বন্ধ ঘোষণা করেছে সর্বাধুনিক বিলাস বহুল লঞ্চ মানামি। আগামী ২৪ মার্চ মঙ্গলবার থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত যাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
বিষয়টি নিশ্চিত করে মানামীর অফিসিয়াল পেইজে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, এই জটিল সময়ে আমাদের সকল যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এম ভি মানামী কর্তৃপক্ষ আগামী ২৪ মার্চ মঙ্গলবার থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত যাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও বলা হয়, সকল কেবিন যাত্রীরা অনুগ্রহপূর্বক রিফান্ডের জন্য আমাদের টিকিট অফিসে যোগাযোগ করুন, এবং রিফান্ডের জন্য আমরাও আমাদের যাত্রীদের সাথে যোগাযোগ করা শুরু করবো।কোনপ্রকার সাময়িক অসুবিধা হয়ে থাকলে আমরা আন্তরিকভাবে দু:খিত।