বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ বরিশালে শ্রমজীবী মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধের উপকরণ বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ সোমবার (২৩ই) মার্চ বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী অশি^নী কুমার হল চত্বরে সাধারণ জনতার মধ্যে হ্যান্ডওয়াশ, মাস্ক ও ব্যবহার্য্য জিনিসপত্র জীবানুমুক্ত করার তরল উপকরণ বিতরণ করা হয়। এসময় শ্রমজীবী রিক্সা, অটোরিক্সা চালক ও সাধারণ জনতা লাইনে দাড়িয়ে করোনা প্রতিরোধে বাসদের দেয়া উপকরণ নেয়। এই ধরনের পদক্ষেপ সাধারণ জনতার জন্য বেশ সহায়ক হবে বলে জানায় তারা।
জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, করোনা ভাইরাস নিয়ে জনসচেতনা বৃদ্ধির জন্য সাধারণ জনতার মধ্যে হ্যান্ডওয়াশ, মাস্ক ও ব্যবহার্য্য জিনিসপত্র জীবানুমুক্ত করার তরল উপকরণ বিতরণ করছেন। বরিশালের ২টি স্পটে তাদের তৈরী এসব উপকরণ দিচ্ছেন। তাদের এই ধরনের কর্মসূচী প্রতিদিনই অব্যাহত থাকবে বলে জানান তিনি।