বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মো. সুজন মোল্লা, বানারীপাড়া।। প্রায় ১ মাস পর্যন্ত করোনা ভাইরাস আতঙ্ক সাধারণ মানুষের মাঝে বিরাজ করলেও বরিশালের বানারীপাড়া উপজেলায় ভাইরাস রোধে করণীয় বিষয় নিয়ে কোন প্রকার প্রচারপত্র বিতরণ করা হয়নি বলে জানা গেছে। সুত্রমতে যারা সাধারণ মানুষের হয়ে কাজ করেণ সেই রাজনৈতিক দল গুলোও তাদের জনগনের মাঝে করোনা ভাইরাস থেকে প্রতিকারের বিষয়ে কোন ধরণের লিফলেট বিতরণ করেণনি এই উপজেলায়। এছাড়াও কোন পেশাজীবী, সাংস্কৃতিক, সামাজিক, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দও জাতির এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাঁড়াননি। তবে ২৩ মার্চ রবিবার শুধুমাত্র বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাঝে ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানাগেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ এ লিফলেট বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ডা.খোরশেদ আলম সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ।