বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ একটি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটাটি গুড়িয়ে দিয়েছে র্যাব ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে এস ডি কে ব্রিকস ইটভাটায় এ অভিযান চালানো হয়। এ সময় কাগজপত্র ছাড়া ইটাভাটা নির্মাণ করায় মালিক মো. নুরুল আমিন শিকদারকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আবদুল হালিম।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুল হালিম জানান, অনুমোদনহীন অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ ( সংশোধনী ২০১৯) এর চার ধারা মোতাবেক মালিককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও অবৈধ ইটভাটা গুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।