বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মো. সুজন মোল্লা, বানারীপাড়া।। বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের স্বপন হাওলাদার নামের এক যুবক বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি হয়েছেন। বরিশাল শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে বানারীপাড়া উপজেলোর তেতলা গ্রামের স্বপন হাওলাদার (২৭) নামে একরোগী জ্বর, গলা ব্যথা ও কাশি নিয়ে হাসপাতালে এলে তাকে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। এছাড়া বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ডের বাজার রোড এলাকার শাওন মিয়া (২৩) শ্বাসকষ্ট, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে আসেন। সোমবার সন্ধ্যায় তাদের দু’জনকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সন্দেহজনক ওই দুই যুব’কে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা করোনায় আক্রান্তকিনা তা উচ্চতর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে। এখনি কিছু বলা যাচ্ছেনা।