বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বেসরকারি স্কুল-কলেজের ৭৯০ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি মার্চ মাস থেকে তাদের এমপিও কার্যকর হবে।এ তালিকায় বরিশালের ৮৪ শিক্ষক রয়েছে ।
মঙ্গলবার অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এসব শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রতিনিধি, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা ও আঞ্চলিক উপপরিচালকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্চের এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়।
নতুন এমপিওভুক্তদের মধ্যে বরিশাল আঞ্চলের ৮৪ জন, চট্টগ্রামের ৭৩ জন, কুমিল্লার ৬৭ জন, ঢাকার ১০০ জন, খুলনার ১২৭ জন, ময়মনসিংহের ৮৫ জন, রাজশাহীর ৮৭ জন, রংপুরের ১২৮ জন এবং সিলেটের ৩৯ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। তারা সবাই বিভিন্ন সময়ে নিয়োগ পেলে অনলাইনে আবেদন করেছিলেন।