বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক বার্তা ও ঘর থেকে বের না হওয়ার পরামর্শমূলক নির্দেশ কার্যকর করার লক্ষ্যে সমাজে অক্ষম কর্মহীন জনগোষ্ঠী দৃষ্টিহীন ৫০ ব্যক্তিকে খাদ্য দ্রব্য চাল, ডাল ও আলু বিতরন করেছে সদর উপজেলা প্রশাসন।
২৫ মার্চ বুধবার বিকালে সদর উপজেলা কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসাবে দৃষ্টিহীন প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে খাদ্য দ্রব্য বিতরন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, ভাইস চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি প্রমুখ। এ খাদ্য বিতরেনর আগে উপজেলা চেয়ারম্যন, ইউএনও, ভাইস চেয়ারম্যানদ্বয় প্রতিবন্ধীদের মুখে মাস্ক পরিয়ে দেন।
জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী করোনা ভাইরাস থেকে নিজেদেরকে রক্ষার জন্য উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিসহ সবাইকে আগামী ১০দিন ঘর থেকে অপ্রয়োজনে বের না হওয়ার জন্য পরামর্শ দেন।