বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডিসি মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত।
২৬ মার্চ সকাল ৮টায় ডিসি মঞ্চে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম। এ সময় অন্যান্যেরে মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জি.এম সরফরাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার ডিপ্লোমেসি চাকমা, দিলারা আক্তার, অমিত রায়, উম্মে হাবিবা, মাসুমা বেগমসহ অন্যান্য সহকারী কমিশনারবৃন্দ। সকাল ১০ একাধিক মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল মুক্তিযোদ্ধা শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।