বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে পটুয়াখালী এখন কোয়ারেন্টোইনের আদলে মানুষ দিন যাপন করছে। জেলার সর্বত্র সকল ধরনের যানবাহন এবং দোকান পাট বন্ধ রয়েছে। সড়ক সমূহ প্রায় জনশূন্য। কাঁচা বাজার, ফার্মেসী ও মুদী দোকান ছাড়া সবই বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ বাহিরে নামছে না।
এদিকে পরিবেশ দূষন মুক্ত রাখতে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ স্বাস্থ্য বিভাগের কর্মীসহ পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় দিনভর রাস্তায় ও বাসাবাড়িতে জীবানুনাশক পানিমিশ্রিত বিলিসিং স্প্রে করে চলছেন। মেয়রের নেতৃত্বে পরিচ্ছন্ন কর্মীরা সাধ্যমত কাঁচা পাকা ড্রেন পরিস্কার করার কার্যক্রম অব্যাহত রেখেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী ও বেসরকারী পর্যায় প্রচার মাইকিং চলছে। প্রশাসন গোটা জেলাকে নজরদারীর নিয়ন্ত্রনে রেখেছেন। পুলিশ প্রশাসন বিদেশ ফেরত লোকদের অনুসন্ধন করে তাদেরকে হোম কোয়ান্টোইনের আওতায় আনার কজ অব্যাহত রেখেছেন।