বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এ এস সিফাত।। সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ বাংলাদেশ দেখা দেয়ায় এবং এতে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় সরকার দেশবাসীকে বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার প্রেক্ষিতে বরিশাল নগরীর ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবির তার নিজ ওয়ার্ডে জনসচেতনা মূলক প্রচারণা চালান।
শনিবার দুপুরে ওয়ার্ডের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জনগনকে সচেতন করার পাশাপাশি ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করা হয়।এসময় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও এলাকায় বিভিন্ন চায়ের দোকান সহ আড্ডাস্থলে গিয়ে সকলকে সতর্ক করছেন।
এসময় মীর জাহিদুল কবির সর্বস্তরের জনগণকে সরকারের নির্দেশ মেনে নিজ নিজ ঘরে অবস্থান করার অনুরোধের পাশাপাশি এবং অহেতুক বাহিরে ঘোরাঘুরি না করার জন্য অনুরোধ জানান। জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।