বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মো. সুজন মোল্লা,বানারীপাড়া।। বানারীপাড়ায় মরণঘাতি করোনা ভাইরাসের সময় যারা নিজ ঘরে অবস্থান করছেন তাদেরকে ভর্তুকী দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য দিচ্ছেন ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ।
০১৭৬১৫৯৭৫৬,০১৯৭৮১৫২০২৬,০১৭৭৭১১১১৯২ এই নম্বর গুলোতে কল করলেই ঘরে ঘরে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছেন ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ সিআইপি। তার এই মহতি উদ্যোগে তাকে সার্বিক সহযোগিতা করছেন বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। উল্লেখ্য ২৮ মার্চ দুপুরে ভর্তুকী দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ শুরু করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ,বানারীপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাইদুল ইসলাম,সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল,জাকির হোসেন,রেজাউল ইসলাম বেল্লাল ও সাধারণ সমাপাদক মো. সুজন মোল্লা প্রমূখ।