বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মো. সুজন মোল্লা,বানারীপাড়া।। বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল পৌর আবাসনে করোনা ভাইরাসের সংক্রমন থেকে সুরক্ষার জন্য সাবান ও মাস্ক বিতরণ করেছেন। ২৮ মার্চ দুপুরে তিনি নিজে উপস্থিত থেকে বানারীপাড়া পৌর আবাসনে সাবান ও মাস্ক বিতরণ করেণ। এ সময় বানারীপাড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. আসাদ,প্যানেল মেয়র আকবর হোসেন,প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন,সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,যুবলীগ নেতা রিপন বনিক,ছাত্রলীগ নেতা শাহজালাল সাজু ও সাগর চন্দ্র শীল উপস্থিত ছিলেন। পরে পুরো পৌর আবাসনে মেডিসিন মিশ্রিত পানি স্প্রে করা হয়। মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল বলেন,ভয়াবহ এ ব্যধী থেকে রক্ষার জন্য সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে পরিচ্ছন্ন থাকতে হবে,মাস্ক ব্যবহার করতে হবে সর্বপরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবেনা। তিনি আরও বলেন পরিস্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ এটা সবাইকে মানতে হবে।