বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী গলাচিপায় ‘জ্বর সর্দির’ উপসর্গ নিয়ে রবিবার সকাল আটটায় ৪০ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। স্থানীয় প্রশাসন মৃত গ্রামের বাড়ি লকডাউন করে দিয়েছে। এছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, বরিশাল হাসপাতালের করোনা ইউনিটে চিকিসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তি (৪০) বরিশালের মুলাদি উপজেলায় একটি ব্যাংকে চাকরি করতেন। তার বাড়ি গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে। তিনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন এবং পটুয়াখালী সদরের বহালগাছিয়া এলাকায়। তিনি শ্বশুরবাড়ি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সর্দি জ্বর কাশি নিয়ে শনিবার তিনি পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।
রাতে অবস্থার অবনতি হলে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়। রবিবার সকালে তার মৃত্যু হয়। অফিসার ইনচার্জ আরও জানান, আইইডিসিআরের নির্দেশনা
অনুযায়ি গলাচিপার গ্রামের বাড়িতে ওই ব্যক্তির দাফনের ব্যবস্থা করা হয়েছে। দাফনের পরে বাড়িটি লকডাউন করা হয়েছে।