বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ইউরোপের দেশ স্পেনে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা মহামারি। রোববার গত ২৪ ঘণ্টায় দেশটিতে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও ৮২১ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮০৩য়ে।
এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজার ৮৭৫ জন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ১১০ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৭০৯ জন।
স্পেনে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ হাজার ৫৯৮ জন করোনা রোগী। তাদের মধ্যে ৪ হাজার ১৬৫ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরোসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। রোববার পর্ন্ত বিশ্বের ১৯৯টি দেশের মোট ৭ লাখ ২২ হাজার ১৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৮৬৪ জন।
একইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা, দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৭৬ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ হাজার ১১০ জন। এছাড়া সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৪ জন।
এছাড়া বিশ্বজুড়ে বর্তমানে ৫ লাখ ৩৬ হাজার ৪৫৪ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ২৬ হাজার ৬৮১ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।