বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মো. সুজন মোল্লা, বানারীপাড়া।। নাম অমৃত, বয়স প্রায় ৭৮ বছর। বর্তমানে বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন। পেশা হাটে বাজারে ও বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করা। শারীরিক প্রতিবন্ধী সূপর্ণা (১০) নামের এক নাতনীকে সাথে নিয়ে তার পথচলা। যদিও আজকে সাথে আনেননি সবকিছু বন্ধ তাই। অনেকটা কষ্ট করেই এই প্রতিবেদকের বাড়িতে এসেছিলেন সাহায্যের জন্য। পৌরসভার ১নং ওয়ার্ডের শাহেআলম সরদারের ছোট্ট খুঁপড়ি ঘরে ভাড়ায় বসবাস তার। সংসার জীবনে একটি ছেলে আছে নাম মুকুঞ্জ। পেশা মাছ শিকার। জালে মাছ বাধলে ভাত খায় আর না পেলে মায়ের ভিক্ষার টাকায় কোনমতে সংসার চলে যায় তাদের। পেট’তো লকডাউন মানেনা। আর লকডাউন সেটা কি ভালোভাবে বুঝতে পারেননা অমৃত। অনেক সময় পর্যন্ত বুঝিয়ে বলার পরে চলে গেলেন। তবে যাবার বেলায় বলে গেলেন বাবাগো অনেকদিন অইছে সবকিছু বন্ধ আর কয়দিন বন্ধ অইলে মুই সাহায্য পামু। কেইতো আমাগো কোন খোঁজ খবর রাহেনা। তুমি যেন কোথায় লেহ,সেখানে একটু মোর জন্য সাহায্যে’র কথা লেইখো।