বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার / বরিশাল নগরীর বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ও সাধারণ মানুষকে ঘরে রাখতে সচেতনতামূলক মহড়া দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।এসময় সাধারণ মানুষকে ঘরে থাকতে আহবান করা হচ্ছে। ঘরে থাকুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমান, নিজে বাচুন অন্যকে বাঁচতে সাহায্য করুন, বিদেশ থেকে এলে হোম কোয়ারান্টাইনে থাকুন ইত্যাদি সচেতনতামূলক কথা বলা হয়। একই সাথে নিত্য পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ ও সরকারের নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা বন্ধে কাজ করছে তারা।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে নগরীর বিভিন্ন অলিগলিতে জনসাধারণকে ঘরে অবস্থান করার অনুরোধ সহ করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে করণীয় বর্জনীয় পরামর্শ নিয়ে উত্তর ও দক্ষিণ বিভাগের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার অফিসারবৃন্দ’র সক্রিয় অংশগ্রহণে নিয়মিত মহড়া দিচ্ছে পুলিশ।