বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে প্রানঘাতী করোনা ভাইরাস কোভিড -১৯ প্রতিরোধে প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার নেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় দরিদ্র দিনমজুর স্বল্প আয়ের মানুষের মাঝে সরকারী ত্রান চাল, ডাল, তেল, অালুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা ৩২৯ আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
বুধবার দুপুর ১২ টায় সবুজবাগস্থ এলাকায় শতাধিক দিনমজুর নারী পুরুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন কাজী কানিজ সুলতানা হেলেন। এ সময় তার সাথে ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে বরাদ্দকৃত ত্রান সামগ্রী পর্যায়ক্রমে সকল দরিদ্র দিনমজুরদের ঘরো পৌছে দেয়ার কথা বলে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য অাহবান জানান এমপি কানিজ সুলতানা হেলেন।