বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় নভেল কভিড-১৯ করোনা ভাইরাসে কর্মহীন হয়ে ঘরে থাকা পরিবারের দুয়ারে দুয়ারে কাঁধে খাবার নিয়ে হাজির হলেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। নভেল করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া নি¤œ আয়ের ৫ হাজার শ্রমজীবী পরিবারের খাবারের দায়িত্ব নিয়েছেন এ দুই নেতা। প্রাথমিকভাবে তারা ৫ হাজার পরিবারে ১০ দিন পর পর এক মাসের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী বিতরণ করবেন। এর অংশ হিসেবে বুধবার বিকালে সংসদ সদস্য মো. শাহে আলম ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক পৌর শহরের ১ নং ওয়ার্ডের আবাসনে ৭৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে চাল,ডাল ও তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,পৌর সভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি শিশির কুমার পাল,মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, আইটি বিশেষজ্ঞ মনিরুজ্জামান আশরাফী,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম আনোয়ার প্রমুখ। এর আগে বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে এ সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেন সামাজিক দূরত্ব বজায় রেখে নিজে সুস্থ থাকুন ও অন্যকেও সুস্থ রাখুন। আমার নির্বাচনী এলাকা বানারীপাড়া ও উজিরপুরের কোন পরিবারকে অভূক্ত থাকতে হবে না। সবাই হোম কোয়ারেন্টাইন মেনে চলুন খাবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো। এসময় তিনি উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস এম কবির হাসান কাছে পিপিই, মাস্ক ও হ্যান্ডস স্যানেটাইজার প্রদান করেন। সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সংসদ সদস্য মো. শাহে আলম তার নির্কাচনী এলাকা বানারীপাড়ার মতো উজিরপুর উপজেলায়ও ৫ হাজার কর্মহীন দরিদ্র পরিবারের ১ মাসের খাবারের দায়িত্ব নিয়েছেন।