বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে / বরিশালে ১০ টাকা কেজি দরে চাল কিনতে নিম্নবিত্তরা যেন হুমড়ি খেয়ে পড়েছে। ৭ টি বিক্রয় কেন্দ্রের প্রতিটিতে ছিল উপচে পড়া ভীড়। পুলিশ না থাকায় ছিল না সামাজিক দুরত্বরক্ষা। বরিশাল নগরীর ৭টি স্থানে খাদ্য বরিশাল জেলা অধিদপ্তর থেকে পরিবহন শ্রমীক,ভিক্ষুক,ভবঘুড়ে নিম্ন শ্রেনীর মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করার কার্যক্রম চালু করা হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন চাঁদমারী রোডস্থ এলজিইডি কার্যলয়ের সামনে থেকে ও বরিশাল নগরীর অপর ৬টি স্থানে ১০টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম চালু করেছে।
এব্যাপারে বরিশাল জেলা খাদ্য কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন বরিশাল জেলা খাদ্য অধিদপ্তর থেকে রবিবার,মঙ্গলবার ও বৃহস্পতিবার সপ্তাহে তিনদিন ১০টাকা দরে প্রতিদিন ৭টি স্থানে ১৪ হাজার কেজি (১৪টন) চাল বিক্রি করা করা হবে।নগরীর চাঁদমারী এলজিইডি গেট সংলগ্ন ১০ টাকা কেজি দরে চাল বিক্রির দায়িত্ব পালনকারী খাদ্য অধিদপ্তরের এ্যাসিসটেন্ট সাব ইন্সেপ্রেক্টর মোঃ কামরুজ্জামান বলেন আমরা প্রতি গাড়িতে ২টন করে প্রতিটি স্থানে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।