বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এ এস সিফাত।। ধীরে ধীরে বাংলাদেশ করো না আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। সরকারের নির্দেশনায় প্রশাসন কঠোর অবস্থানে থাকা সত্ত্বেও কিছু সংখ্যক মানুষকে এখনো রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।
সোমবার বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান এর নির্দেশনায় পুলিশ প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করে। পাশাপাশি নগরীর শুকতারা খেলাঘর আসরের সাধারণ সম্পাদকসহ এক ঝাঁক তরুণ নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকায় সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এলাকাবাসীকে জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং করে।
এসময় তাদের সাথে কথা হলে তারা জানান, দেশের সংকটময় পরিস্থিতিতে আমাদের সকলের উচিত সরকারের নির্দেশনা মেনে চলা এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করা।