বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অনলাইন ডেস্ক।। বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো- কাউনিয়া ছোট মিয়ার গলি এলাকার বাসিন্দা কামাল উদ্দিন সরদারের ছেলে মো. সম্রাট সরদার (২৬) এবং পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মনির হাওলাদারের চেলে কুরবান হাওলাদার (৩০)।
তথ্য নিশ্চিত করে মহানগরীর কাউনিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) আজিমুল করিম বলেন, ‘সোমবার রাতে ছোটমিয়ার গলি থেকে ওই দুই মাদক বিক্রেতাকে পাঁচ পিচ করে মোট ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।