বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এ এস সিফাত।। দেশে করোনা আক্রান্তের হার একটু একটু করে যখন বৃদ্ধি পাচ্ছে তখন এটি প্রতিরোধে দিনভর শক্ত অবস্থানে বরিশালের পুলিশ প্রশাসন।
বুধবার সকাল থেকেই নগরীর প্রবেশ মুখ সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের চেকপোস্ট লক্ষ্য করা যায়। জনসাাধারণে নিরাপত্তা নিশ্চিতে যথাযথ কারণ ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
বুধবার এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানান, নগরীতে প্রবেশ বন্ধে আরও কড়াকড়ি অবস্থান নিশ্চিত করতে সকল গুরুুত্বপূর্ণ সকল পয়েন্টে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। কোন কারন ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। চেকপোস্ট গুলোতে বরিশাল মেট্রোপলিটন পুলির সকল বিভাগের সকল স্তরের অফিসার উপস্থিত থাকছেন। জনসাধারনকে বরিশাল মেট্রোপলিটন পুলিশকে সহযোগীতা করার অনুরোধ করা হলো।