বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন বিস্তার রোধে স্ব-উদ্যোগে লক ডাউন করেছে পটুয়াখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের মুন্সেফপাড়ার বাসিন্দারা। মুন্সেফ পাড়ায় বসবাসরত পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুইয়া মুন্সেফ পাড়ার শতাধিক পরিবারকে মরনঘাতী ভাইরাস কোভিড-১৯ সংক্রমন থেকে রক্ষার জন্য সামাজিক দুরত্ব বাস্তবায়নে স্থানীয় সকলের সাথে আলাপ আলোচনা করে মুন্সেফ পাড়ার প্রবেশদ্বারে বাঁশদিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছেন। এ ছাড়াও মুন্সেফপাড়ার বাসিন্দারা যারা বিশেষ প্রয়োজনে বাহির হয়ে ফিরে আসবেন তখন প্রবেশদ্বারে হাত ধোয়ার জন্য সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধোয়ার জন্য প্রবেশদ্বারে বেসিং স্থাপন করে দিয়েছেন আওয়ামীলীগ নেতা শাহজাহান ভুইয়া। তার এ ব্যবস্থাগ্রহনে মুন্সেফপাড়ার শতাধিক পরিবার তাকে সাধুবাদ জানান।